গত ৪ঠা সেপ্টেম্বর ২০১৩ তারিখে দেবিদ্বার উপজেলা মিলনায়তনে নারীর অগ্রযাত্রা ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক বিষয়ক অন্তরঙ্গ সংলাপ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জনাব মো গোলামুর রহমান, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, মহিলা নেত্রীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাগণ, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উক্ত সভায় নারী অগ্রযাত্রায় বিভিন্ন প্রতিবন্ধকতা ও উত্তরণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস