Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বরকামতা দুর্গাবাড়ী
বিস্তারিত

কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলার বরকামতা দুর্গাদেবীর প্রাচীনতম আরাধনার কেন্দ্রটি অবস্থিত। এখানে প্রাচীনতম দুর্গাপূজা হয় প্রতি বছর।  ১৩০০ বছর পূর্ব থেকেই এখানে দুর্গাদেবীর পুজা করা হচ্ছে। দুর্গা পুজা উপলক্ষে সারাদেশে অনুষ্ঠান করা হয়, দশমীর দিনে প্রতিমা বিসর্জন দেয়া হয়। কিন্তু বরকামতা দুর্গাবাড়ীতে বিসর্জন দেয়া হয় না। ইতিহাসে উল্লেখ আছে যে, বরকামতা ছিল সমতটের রাজধানী। এখানকার বৌদ্ধ নৃপতি দেব খড়গের মহিষী প্রভাবতী দেবী ‘ভগবতী’ দুর্গা মাকে শর্বাণী নামে পুজা করতেন। বরকামতা নামটির সাথে প্রাচীন ঐতিহ্য জড়িয়ে আছে। এটি ছিল সমতটের রাজধানী। তবে দেবীদ্বারের বরকামতাই যে সেই বরকামতা এই বিষয়ে ঐতিহাসিকগণ একমত নন। কারণ কুমিলায় বরকামতা নামে আরো গ্রাম রয়েছে। সমতটের রাজধানী বরকামতায় দেববংশীয় শাসকগণ শাসন করতেন। কুমিলার আশ্রাফপুরে অবস্থিত দুটি তাম্র শাসন এবং দেউলবাড়ির মূর্তিলেখ হতে সমতটের বৌদ্ধ খড়গ রাজবংশ (৬২৫-৭২৫) সম্বন্ধে আমরা অবগত হই। এতে রাজা খড়েগদ্যম, জাত খড়গ ও দেব খড়গের নাম জানা যায়। বরকামতাকে কেন্দ্র করে চারদিকে এ নগরী বিস্তৃত ছিল। কালের গতিতে অনেক কিছু হারিয়ে গেছে। তবে রয়ে গেছে স্মৃতি। বরকামতার ২ কিলোমিটার উত্তর-পূর্বে প্রায় ২৫ ফুট উঁচু ঢিবি আছে। এর উপরে একটি শিব লিঙ্গ আছে। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি ৭ম শতকের চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং এর স্মৃতিবিজড়িত বৌদ্বস্তুপের ধ্বংসাবশেষ হতে পারে।

সনাতন ধর্মালম্বীগণ দূর্গা দেবীকে ‘মা’ হিসেবে সম্বোধন করেন। মায়ের অকৃত্রিম ভালবাসা, ক্ষমা, সরলতা, পবিত্রতা ও ত্যাগের মহান আদর্শ হলো ‘মা’ কালিন্দি যমুনার তীরে যোগমায়া, যোগশক্তি, আদ্যশক্তি, জগৎজননী, দুর্গতিনাশিনি, কল্যানময়ী, শ্রী শ্রী দুর্গাদেবীর চিত্র অংকিত করে ব্রজের গোপীগণ ব্রতানুষ্ঠানের মাধ্যমে গোলাক করে হয়েছেন গোলাক বিহারী। জগৎস্বামী ভগবান শ্রীকৃ‌ষ্ণকে আপনপতিরূপে তথা জগৎস্বামীরুপে লাভ করেছিলেন। ধর্মপ্রাণ হিন্দূরা দুর্গাদেবীর আরাধনায় মুক্তি খোঁজেন। মানবজীবনের উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভের জন্য যোগ্যতা অর্জন করা। দুর্ভাগ্য বশত মায়ার মোহময়ী প্রভাবে ক্ষণস্থায়ী জীবনকে আমরা প্রাধান্য দেই। দেশ, গৃহ, ভুমি, সন্তান, ব্যবসা-বাণিজ্য ও চাকুরির মোহে আচ্ছন্ন থাকি, এসব মোহ থেকে মুক্তির জন্য দেবী দুর্গার আশীর্বাদ কাম্য। বেলুচিস্তানের মরুতীর্থে হিংলাজ –মাতা, নেপালে মঞ্জুশ্রী দেবী, তিব্বতে তারা দেবী, চীনে চানসান, জাপানে চুন্ডি মহাশক্তি দেবী নামে পুঁজিত হচ্ছে। বাংলাদেশের দুর্গাদেবী মহাশক্তিধর। শ্রী শ্রী চন্ডির দশম অধ্যায়ের ৫ম শোকে মা বলেছেন ‘‘এ কৈবাহং জগত্যত্র দ্বিতীয়াকা মমাপরা’’ অর্থাৎ এজগতে একমাত্র আমি আছি আমার দ্ধিতীয় কেউ নেই। দুর্গা মায়ের দশ হাতে দশটি অস্ত্র। এগুলো দিয়ে সন্তানকে রক্ষা করা হয়। অস্ত্রগুলোর প্রত্যোকটির আধ্মতিক অর্থ আছে, যেমন-ত্রিশুল, দ্বারা স্থুল, সুক্ষ কারণ জীবের এই তিন দেহ লয় করে সিদ্ধ দেহ জাগিয়ে দেন, খড়গ অর্থ তত্তজ্ঞানের অসি প্রমুখ।

১৯৬৬ সালের শারদীয় দুর্গাপুজার নবমী তিথিতে রাতে মা বিপিন দাশকে (বরকামতা গ্রামের) স্বপ্নযোগে আদেশ করলেন ‘‘আমাকে বিসর্জন করবে না, শিব চতুর্দশীতে ৫৬ প্রহর নামযজ্ঞ করবে।’’ কিছুদিন পর আবার স্বপ্নাদেশ হয় ‘‘৫৬ প্রহরের পরিবর্তে ১১২ প্রহর নামযজ্ঞ করবে।” বরকামতা দুর্গাবাড়ির নিজস্ব প্রতীক রয়েছে। এতে শ্রী শ্রী দুর্গাদেবীর পূর্ণ মূর্তি রয়েছে। এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়। এ সংঘের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য স্থায়ী অথবা অস্থায়ী সম্পত্তি ক্রয় অথবা বন্ধক অথবা দান গ্রহণ এবং উদ্দেশ্য পূরণে সম্পত্তি পরিচালিত হয়। দুর্গাবাড়ীর সদস্যরা দেশের স্বার্থ সংশিষ্ট ব্যাপারে যেমন- টিকাদান কর্মসূচি, গণস্বাক্ষরতা, আদমশুমারী, বৃক্ষরোপন, ভূমি জরিপ, ভোটার তালিকা প্রণয়ণ, ভোট প্রদানে সহযোগিতা, ত্রাণ বিতরণ, জাতীয় অনুষ্ঠান, কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে। এ বাড়ির অনুষ্ঠানকে সার্থক করার জন্য বহু ধর্মপ্রাণ হিন্দু আত্মনিয়োগ করেছেন। তাদের মধ্যে যতীন্দ্র মোহন শীলের নাম অন্যতম। এছাড়া খগেন্দ্র চন্দ্র দত্ত, উপেন্দ্র দত্ত, কৃষ্ণ দত্ত , দিলীপ দাশ  আবু দত্তের অবদান স্মরণীয়। এখানে দুর্গা মন্দির ছাড়াও আরো কয়েকটি মন্দির রয়েছে। ৭০ এর দশকে নিশিকান্ত দাশ নাট মন্দির নির্মান করেন। ৯০ এর দশকে মোহনপুরের রনজিত ধর দুর্গা মন্দির পুনঃনির্মান করেন। এছাড়া ৯০ এর দশকে হাড়ং এর খিতিশ কর রাধা গোবিন্দ মন্দিরও কালী মন্দির পুনঃনির্মান করেন।

কার্য্য পরিষদের সাধারণ সম্পাদক ধর্মপ্রাণ হিন্দুদের আহবান জানান, আসুন আমরা সকল শক্তির বশীভুত হয়ে শক্তিরুপানি মায়ের নিকট প্রার্থনা করি ‘মা আমাদের অশুভ শক্তির অবসান ঘটিয়ে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে তথা শক্তির আলোকে আলোকিত করে জাতি ধর্ম নির্বিশেষে বিশ্ব ভ্রাতৃত্ব গড়ে তুলতে সহায়তা করুন।’