Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৭ শুরু....
Details

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দেশব্যাপী একযোগে তিন ব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১৭’ উদ্বোধন করেন।

‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র, শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক শ্লোগানকে সামনে নিয়ে সারা দেশের মত দেবিদ্বার উপজেলা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে প্রান্তিক পর্যায়ে তুলে ধরতে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩ টায় উন্নয়ন মেলা-২০১৭ উদ্বোধন করা হয়েছে। ২০১৭ সালের এই উন্নয়ন মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত। মেলায় সরকারি বেসরকারি মিলিয়ে মোট ৩২ টি স্টল অংশ গ্রহণ করেছে।

এসকল স্টলে সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া বেসরকারি স্টলগুলোতেও থাকবে সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্য। জনগণ সহজে কিভাবে সেবা পাবে তা তুলে ধরা হচ্ছে সকল স্টলে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য, ২৫২, কুমিল্লা-৪ (দেবিদ্বার) জনাব রাজী মোহাম্মদ ফখরুল। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে মেলার সকল স্টল পরিদর্শন করেন।

 

মেলায় ০৫ নং স্টলে বরকামতা ইউনিয়ন পরিষদ এবং বরকামতা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অংশগ্রহন করছে। আপনারা সবাই মেলায় আমন্ত্রিত।

Images
Attachments