ভূমি মন্ত্রণালয়ের ৩০শে জুন, ২০১৫ তারিখের ৩১.০০.০০০০.০৪৪.৩৯.০২৫.১৫-৭৭(১২০০) নং প্রজ্ঞাপনমূলে ২০১৫-২০১৬ অর্থবছরের শুরু, অর্থাৎ ১লা জুলাই থেকে বর্ধিত হারে ভূমি উন্নয়ন কর নির্ধারণ করা হয়েছে। নতুন এ প্রজ্ঞাপনে মওকুফ দাখিলা ২ টাকার পরিবর্তে ১০ টকা ধার্য করা সহ অকৃষি জমির ভূমি উন্নয়ন করকে ক, খ, গ, ঘ, ঙ এবং চ-এই ছয়টি ধাপে বিভক্ত করা হয়েছে। তবে ভূমি উন্নয়ন কর মওকুফের ক্ষেত্রে কৃষি জমির সর্বোচ্চ সীমা ৮.২৫ একর বা ২৫ বিঘা পরিমাণকে আগের মতোই বহাল রাখা হয়েছে। এছাড়া অকৃষি জমিকে ব্যবহার অনুযায়ী বাণিজ্যিক, শিল্প ও আবাসিক ইত্যাদি ভাগে বিভক্ত করা হয়েছে এবং তদনুযায়ী বিভিন্ন হারের ভূমি উন্নয়ন কর নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS