Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা ধাপসমূহ
অফিসের নাম: থানা
বিষয়বস্তু
এফ আই আর
ডায়েরী
অফিসের নাম:
বিষয়বস্তু
মৎস্য বিষয়ক পরামর্শ
মৎস্য পূণর্বাসন ও উপকরন বিতরণ
প্রশিক্ষণ
স্বাস্থ্য সনদ প্রদান
মৎস্য বিষয়ক প্রযুক্তি সম্প্রসারণে বিভিন্ন স্কীম গ্রহণ
শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ
* সমবায় সমিতি সংগঠন, নিবন্ধন ও উদ্বুদ্ধকরণ । * সমবায় সংগঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন * কর্ম সংস্থান সৃষ্টিঃ
* স্থানীয় ভিত্তিতে সমবায়ীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন * সাধারন সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরন * মডেল সমবায় সংগঠন সৃষ্টি করা
১. আদালত হতে আগত বন্দীদের জন্য- ক. প্রত্যেক দিন আদালত হতে আগত বন্দীদের শ্রেনী বিন্যাস করতঃ যথাযথ আবাসনের ব্যবস্থা করা হয়। খ. অসুস্থ বন্দীদের তাৎক্ষণিভাবে যথাযথ চিকিৎসা প্রদানের নিমিত্তে হাসপাতালে ভর্তি করা হয়। গ. নির্ধারিত তারিখে বিচারাধীন বন্দীদেরকে সংশ্
২.বন্দীদের সাথে দেখা-সাক্ষাৎ সংক্রান্ত- ক. আত্নীয়-স্বজন হাজতী বন্দীদের সাথে ১৫ দিন অন্তর অন্তর একবার করে দেখা করা যাবে। খ. কয়েদী বন্দীদের সাথে মাসে একবার দেখা করা যাবে। গ. ডিটেন্যু ও নিরাপদ হেফাজতী বন্দীদের সাথে দেখা করতে হলে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট
৩. বিশ্রামাগারের ব্যবস্থা- ক. প্রত্যেক কারাগারে বন্দীদের সাথে আগত সাক্ষাত প্রার্থীদের জন্য বিশ্রামাগার রয়েছে। খ. বিশ্রামাগারে পর্যাপ্ত বসার ব্যবস্থা, বৈদ্যুতিক পাখা, বিশুদ্ধ খাবার পানি ও টয়লেটের সুব্যবস্থা রয়েছে। গ.অফিসে কোন প্রয়োজনীয় সংবাদ পৌছাতে হলে বাহ
৪. পিসিতে টাকা জমাদান পদ্ধতিঃ ক. কারাগারে আটক বন্দীদের ব্যক্তিগত তহবিলে (পিসি) অর্থ জমা রাখার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। খ কেউ কারাগারে আটক বন্দীদের পিসিতে টাকা জমা রাখতে চাইলে মানি অর্ডার করতে পারবেন। গ. বন্দীর আত্নীয়-স্বজন সরাসরি তার পিসিতে অর্থ জমা
৫. ওকালতনামা স্বাক্ষর প্রসংগেঃ ক. ওকালতনামা স্বাক্ষরের ব্যাপারে অবৈধ অর্থের লেনদেন রোধে প্রত্যেক কারাগারের প্রধান ফটকের সামনে ওকালতনামা দাখিলের জন্য নির্ধারিত বক্স রহেছে। খ. নির্ধারিত সময় অন্তর বাক্স খুলে ওকালতনামা স্বাক্ষিদের/বন্দীর কৌশলী/আত্মীদের নিকট হ
৬. জামিনে মুক্তি প্রসংগে- ক. আদালত থেকে প্রাপ্ত মুক্তি/জামিন আদেশের প্রেক্ষিতে মুক্তিযোগ্য বন্দীদের তালিকা প্রধান ফটকের সামনে নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হয়। খ. মুক্তিযোগ্য বন্দীদের নাম লাউড স্পিকারের মাধ্যমে ঘোষণা করা হয় যাতে বাহিরে অপেক্ষমান আত্মীয়-স্বজ
৭. বন্দীদের সাথে আচরন প্রসঙ্গে- ক. কারাগারে আটক বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা হয়। খ. কারাগারে আটক বন্দীদের অপরাধ ছাড়া কোন প্রকার শাস্তি প্রদান করা হয় না। গ. কারা বিধি অনুসারে প্রাপ্যতা অনুযায়ী প্রত্যেক বন্দীর খাবার ও আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়।
৮. চিকিৎসা ব্যবস্থা- ক. প্রত্যেক কারাগারে হাসপাতাল বিদ্যমান রয়েছে। অসুস্থ বন্দীদেরকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও তথ্য প্রদান করা হয়। অসুস্থ বন্দীদের চিকিৎসকের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য কারাগারের বাহিরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখে প্রয়
৯. প্রশিক্ষণ- ক. কারাগারে আটক বন্দীদের শিক্ষাগত যোগ্যতা নিরুপন করতঃ তাদের আগ্রহ অনুসারে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। খ. কারাগারে আটক সাজা প্রাপ্ত বন্দীদের বিভিন্ন ট্রেডে নিয়োজিত করে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করতঃ দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোল
১০. বন্দীদের কল্যাণমূলক কার্যক্রমঃ ক. কারাগারে আটক নিরক্ষর বন্দীদেরকে প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। প্রত্যেক নিরক্ষর বন্দীকে বাধ্যতামূলকভাবে এই শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হয়েছে, যাতে করে কারাগার থেকে মুক্তির প
বাৎরিক উন্নয়ন কর্মসূচী (ADB)অনুযায়ী পানির উৎস সমূহ (টিউবওয়েল, রিংওয়েল, পাইপলাইন ইত্যাদি) স্থাপন করা।
জেনারেল হাসপাতাল, কুমিল্লা
হাসপাতালের অন্ত বিভাগের স্বাস্থ্য সেবা
P1222
বাৎসরিক উন্নয়ন কর্মসূচী (ADP)অনুযায়ী পানির উৎস সমূহ স্থাপন করা।
পানির উৎস সমূহ রক্ষণাবেক্ষণ/সংস্কার/স্থাপন কার্যক্রম পরিচালনা করা।
পানির গুনাগুন (আর্সেনিক, আয়রন ইত্যাদি) পরীক্ষা করা।
স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপন/ব্যবহারের জন্য রিং স্লাব বিক্রয় করা।
পানির গুনাগুন (আর্সেনিক, আয়রন ইত্যাদি) পরীক্ষা করা।
কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)
সেবা প্রদানের ধাপসমূহ
সাধারণ ডাকসেবা
আর্থিক সেবা
ডাক জীবন বীমা
মান সম্মত বীজ উৎপাদনে সহায়তা করার প্রসেস ম্যাপ
জেলা পর্যায়ে প্রশিক্ষণ
মান সম্মত বীজ উৎপাদনে সহায়তা করার প্রসেস ম্যাপ
জেলা পর্যায়ে প্রশিক্ষণ
বিল উত্তোলন
বিল উত্তোলন
সেবা ও সেবার ধাপ সমূহ
অফিসের নাম: ইউনিয়ন কৃষি অফিস, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর
বিষয়বস্তু
মো: শাহজাহান মিয়া
অফিসের নাম: উপজেলা শিক্ষা অফিস
বিষয়বস্তু
উপজেলা শিক্ষা অফিস